চাকরিজীবীদের অবসরের বয়সসীমা বাতিল করেছে তুরস্ক। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান কর্মীদের অবসরে যেতে যে নির্দিষ্ট বয়সসীমার বাধ্যবাধকতা রয়েছে তা বাতিল করেছেন। এর ফলে দেশটির সাধারণ নির্বাচনের আগে ২০ লাখেরও বেশি কর্মী ইচ্ছে করলে অবসর নিতে পারবেন। খবর রয়টার্সের।
এক কনফারেন্সে বক্তব্যের সময় তিনি এ ঘোষণা দেন। নির্বাচনের ছয় মাসেরও কম সময় আগে এমন সিদ্ধান্ত নিলেন এ তুর্কি প্রেসিডেন্ট।
অর্থনৈতিক সঙ্কটের জেরে মূল্যস্ফীতি, তুর্কিয়ে মুদ্রা লিরার পতন এবং মানুষের জীবনমানে ব্যাপক পতনের কারণে তুরস্কে বেশ চাপে ছিল প্রেসিডেন্ট এরদোগানের সরকার ও তার দল একে পার্টি। আর তাই নিজেদের ক্রমহ্রাসমান সমর্থন ফিরে পেতে চলমান কর্মকাণ্ডের অংশ হিসেবে এরদোগানের ক্ষমতাসীন একে পার্টি গত সপ্তাহে ন্যূনতম মজুরি ব্যাপক বৃদ্ধি করে। আর এরপরই বুধবার দেশটিতে অবসর নেওয়ার বয়সের নির্দিষ্ট বাধ্যবাধকতা বাতিল করা হলো।
বুধবারের ঘোষণার আগে তুরস্কে অবসরে যেতে নারীদের জন্য বয়স ৫৮ বছর এবং পুরুষদের জন্য ৬০ বছর নির্ধারণ করা ছিল।