সংযুক্ত আরব আমিরাত বুধবার চাঁদের উদ্দেশে একটি রোভার পাঠাবে। এটির নাম রশিদ রোভার। ১০ কেজি ওজনের রোভারটি যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ‘স্পেসএক্সে ফেলকন ৯’- এ করে পাঠানো হবে।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আমিরাতের মুহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার (আমবিআরএসি) থেকে আমিরাতের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৯ মিনিটে এটি পাঠানোর দৃশ্যে নজর রাখতে বিশ্ববাসীকে আহ্বান জানানো হয়েছে।
সফল হলে পাঁচ মাস পথ পাড়ি দিয়ে আগামী এপ্রিলে এটি চাঁদের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবতরণ করবে। এ অঞ্চলের নাম এটলাস ক্রেটার। রশিদ রোভার চাঁদের মাটি, ভূপৃষ্ঠের গতিশীলতা, পাথর ও ভূমির গঠন, ধুলোর চলাচল ইত্যাদি নিয়ে গবেষণা করবে। দুটি শক্তিশালী ক্যামরোর মাধ্যমে এসব কিছুর তথ্য ও ছবি পাঠাবে পৃথিবীতে।