নিউইয়র্ক     শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুষ কেলেঙ্কারিতে উত্তপ্ত ইইউ পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ০১:৩০ অপরাহ্ণ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ | ০১:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
ঘুষ কেলেঙ্কারিতে উত্তপ্ত ইইউ পার্লামেন্ট

ঘুষ কেলেঙ্কারিতে উত্তপ্ত ব্রাসেলসে অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্ট। এ ধরনের ঘটনাকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলছেন ইউরোপীয় নেতারা। ঘটনা তদন্তে অন্তত ২০ দফায় ইতালি ও বেলজিয়ামের একাধিক স্থানে হয়েছে চিরুনি তল্লাশি।

ইউরোপীয় পার্লামেন্টের ইতিহাসে অন্যতম বড় ঘুষ কেলেঙ্কারির ঘটনায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক বিতর্ক অনুষ্ঠিত হয়। অংশ নেন ২৭ দেশের ৭০৫ সদস্যের অধিকাংশই। এ ঘটনায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন পার্লামেন্ট প্রেসিডেন্ট মিস মেটসুলা।

আরোও পড়ুন।ইউক্রেন বিষয়ে আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন জি৭ নেতারা

সাধারণত ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বিচার থেকে দায়মুক্তি পেলেও বড় ধরনের দুর্নীতির অভিযোগে করা যায় তদন্ত। আদালতে তোলার আগে এবিষয়ে আগামী বুধবার আরেক দফা জিজ্ঞাসাবাদ করা হবে আসামিদের।

ঘুষের ঘটনায় প্রয়োজনীয় অনেক তথ্য সরিয়ে ফেলার অভিযোগে আরও ১০ পার্লামেন্ট মেম্বারের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। সূত্র: পলিটিকো, এ নিউজ

শেয়ার করুন