নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গোল্ডেন এজ লাক্সারী পার্টি হল ও সেফ ড্রাইভিং স্কুলের আনুষ্ঠানিক উদ্বােধন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ০১:১২ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ০১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
গোল্ডেন এজ লাক্সারী পার্টি হল ও সেফ ড্রাইভিং স্কুলের আনুষ্ঠানিক উদ্বােধন

গত ১৪ এপ্রিল শুক্রবার ইফতারের পর জ্যাকসন হাইটসের ৩৫ এভিনউতে (৭২ ষ্ট্রীটে) গোল্ডেন এজ লাক্সারী পার্টি হল ও সেফ ড্রাইভিং স্কুলের আনুষ্ঠানিক উদ্বােধন করেন জ্যাকসন হাইটস এলাকার নিউ ইয়র্ক ষ্টেট সিনেটর জেসিকা রামোস ও নিউ ইয়র্ক ষ্টেট এসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানসমুহের সত্তাধিকারী শাহ নেওয়াজ ও মিসেস রানো নেওয়াজ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বিশিষ্ট রিয়েল এষ্টেট ইনভেষ্টর নুরুল আজিম, বাংলাদেশী আমেরিকান লায়নস ক্লাবের প্রেসিেডন্ট আহসান হাবিবসহ আরো কয়েকজন অতিথি।

শেয়ার করুন