নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গত বছরের চেয়ে বাংলাদেশের প্রবাসী আয় ১ বিলিয়ন ডলার কমতে পারে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ | ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
গত বছরের চেয়ে বাংলাদেশের প্রবাসী আয় ১ বিলিয়ন ডলার কমতে পারে

OLYMPUS DIGITAL CAMERA

২০২১ সালে তুলনায় এ বছর বাংলাদেশের প্রবাসী আয় ১ বিলিয়ন ডলার কমে চলতি বছরে ২১ বিলিয়ন ডলার আসতে পারে, যা গত বছর ছিল ২২ বিলিয়ন ডলার। গত ১লা ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২২ সালেও শীর্ষ ৮ প্রবাসী আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশ সপ্তমস্থানে থাকবে। গত বছরও বাংলাদেশ একই অবস্থানে ছিল।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, এ বছর প্রথম অবস্থানে থাকবে ভারত। দেশটিতে ১০০ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসবে। এরপরেই থাকবে মেক্সিকো (৬০ বিলিয়ন ডলার), চীন (৫১ ডলার), ফিলিপাইন (৩৮ বিলিয়ন ডলার) , মিশর (৩২ বিলিয়ন ডলার) ও পাকিস্তান (২৯ বিলিয়ন ডলার)।

শেয়ার করুন