নিউইয়র্ক     শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রাইমিয়া সেতুতে বড় বিস্ফোরণ, ধসে গেছে একাংশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২ | ০৬:০১ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ অক্টোবর ২০২২ | ০৬:০১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ক্রাইমিয়া সেতুতে বড় বিস্ফোরণ, ধসে গেছে একাংশ

রাশিয়ার ক্রাইমিয়া সেতুতে বড় এক বিস্ফোরণে সেতুর একাংশ ধসে পড়েছে। রুশ গণমাধ্যমে জানানো হয়েছে, সেতুর উপরে একটি তেলের ট্যাংক বিস্ফোরিত হলে সেতুটি ক্ষতিগ্রস্থ হয়। ইউক্রেনের গণমাধ্যমেও বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। তবে এর পেছনে ইউক্রেনের হাত রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ২০১৮ সালে ক্রাইমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে খুলে দেয়া হয়েছিল এই সেতু। এখান দিয়েই ইউক্রেনের দক্ষিণাঞ্চলের অভিযান পরিচালনা করছে মস্কো। সেতুটি অকেজো হয়ে গেলে এটি হবে রাশিয়ার জন্য বড় আঘাত।

রাশিয়ার এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ক্রাইমিয়া ব্রিজের একটি সেকশনে আগুন ধরে গেছে। তেলের ট্যাংকার থেকে এই আগুন ছড়িয়েছে। ইউক্রেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, সকাল ছয়টার সময় এই বিস্ফোরণ হয়।

পরিচয়/সোহেল

শেয়ার করুন