নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কোথায় হারালেন সামান্থা?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
কোথায় হারালেন সামান্থা?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর থেকে সামজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকতেন। তবে সম্প্রতি নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন সামান্থা। চিকিৎসকের পরামর্শে জনসম্মুখে আশা থেকে বিরত রয়েছেন। এমনকি অসুস্থতার কারণে তার পরবর্তী একটি সিনেমার শুটিংও স্থগিত করেছেন এই অভিনেত্রী। তবে সামাস্থা কী ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ভক্তরা ধারণা করছিলেন, ডিভোর্সের পর মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় হয়তো এমনটা করছেন সামান্থা। আবার নতুন কোনো প্রজেক্টের ঘোষণা দেবেন বলে এমনটা করছেন বলে ভাবছিলেন কেউ কেউ।

সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। এতে শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘যশোধা’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করবেন সামান্থা। পাশাপাশি খুব শিগগির ‘কুশি’ নামের একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি।
পরিচয়/সোহেল

শেয়ার করুন