ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও পুলিশ ইউক্রেনের রাজধানী কিয়েভের হাজার বছরের পুরনো রুশ-সমর্থিত একটি অর্থোডক্স খ্রিস্টান মঠে অভিযান চালিয়েছে। মঙ্গলবার রুশ বিশেষ বাহিনীর সন্দেহজনক অন্তর্ঘাত ভণ্ডুল করে দিতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।
স্থাপনাটি কিয়েভ পেচারস্ক লাভরা কমপ্লেক্স বা কিয়েভ মনাস্টেরি নামে পরিচিত। বিশাল এই কমপ্লেক্সে ক্যাথেড্রাল, চার্চ, আরও কয়েকটি ভবন রয়েছে। এটি ইউনেস্কোর তালিকাভুক্ত ওয়ার্ল্ড হেরিটেজের অংশবিশেষ।
নিপার নদীর ডান তীরে অবস্থিত স্থাপনাটিতে রুশ-সমর্থিত ইউক্রেনিয়ান অর্থোডক্স চার্চের সদর দপ্তর অবস্থিত। এটি মস্কোর প্যাট্রিয়াচের অধীনে। ইউক্রেনের গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী সার্ভিস জানিয়েছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে স্থাপনাটিতে অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের ফল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এসবিইউ নামে পরিচিত ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, স্থাপনাটিকে রুশিয়ান বিশ্বের কেন্দ হিসেবে ব্যবহার প্রতিরোধ করার লক্ষ্যেই এ অভিযান চালানো হয়। এ ছাড়া এর প্রাঙ্গণটি অন্তর্ঘাত চালানোর কাজে ব্যবহার করা হয় কিনা তা জানাও ছিল লক্ষ্য।