নিউইয়র্ক     বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কিয়ারাতেই আটকে গেছে সব

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৩ | ১১:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০১ জুন ২০২৩ | ১১:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
কিয়ারাতেই আটকে গেছে সব

সবে বিয়ে সেরেছেন, যেতে পারেননি মুধচন্দ্রিমাতেও। এরইমধ্যে শোনা যাচ্ছে আশুতোষ গোওয়ারিকরের একটা সিনেমাও ছেড়ে দিলেন তিনি। আশুতোষের প্রযোজনায় একটি সিনেমাতে নায়িকা হওয়ার কথা ছিল কিয়ারার। কিন্তু কিয়ারা সিনেমা ছেড়ে দেওয়ায় আটকে গেছেন আশুতোষ। কিয়ারার বদলে কাউকেই নাকি পছন্দ হচ্ছে না তার।

অবশ্য কিয়ারা যে সিনেমাটা ছেড়ে দিচ্ছেন গত বছর থেকেই এমন গুঞ্জন ছিল। তখন শোনা গিয়েছিল- চরিত্রে নাকি ভালো মানাচ্ছিলেন না কিয়ারা। বাণিজ্যের খুঁটিনাটি বুঝে একটি গোটা সিনেমা নিজের মতো করে করা তার পক্ষে সম্ভব হয়নি। সেই সঙ্গে শুটিংয়ের সময়সূচি নিয়েও সমস্যা দেখা দিয়েছিল।

কিয়ারা এই সিনেমার কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর আরও অনেক অভিনেত্রীই নাকি নায়িকা হওয়ার জন্য আবেদন করেছিলেন। অডিশন হয়েছে, কিন্তু এখনও অবধি কাউকে কিছু জানানো হয়নি। কথা ছিল চলতি বছরের শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে, কিন্তু নায়িকার অভাবেই নাকি কাজ এগোচ্ছে না। সূত্র : ঢাকা

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন