অ্যান্তনির কানে সবচেয়ে লম্বা যে চুলটি আছে, তার দৈর্ঘ ১৮.১ সেন্টিমিটার বা ৭.১২ ইঞ্চি। এ কারণে তার স্কুলের সহকর্মী ও ছাত্রছাত্রীরা তাকে ‘কানে চুলওয়ালা স্যার’ বলেই ডাকতেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কতরকম কারণেই না মানুষের নাম ওঠে । সর্বোচ্চ উচ্চতা হোক বা দীর্ঘতম চুল, গিনেস বুকে আছে এমন বহু রেকর্ড।
কিন্তু ভারতের তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত শিক্ষক অ্যান্তনি ভিক্টর যে বিশ্বরেকর্ড করলেন তা শুনে চমক উঠতে পারেন অনেকেই। জানা গেছে, বিশ্বের দীর্ঘতম কানের চুল দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন অ্যান্তনি।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে জানানো হয়, অ্যান্তনির কানে ৭ ইঞ্চিরও বেশি দৈর্ঘের লম্বা চুল রয়েছে। মজার কথা হলো, অ্যান্তনি এই রেকর্ড গড়েছেন সেই ২০০৭ সালে। এতদিন পরও তাকে কেউ ছাড়াতে পারেনি।
জানা গেছে, অ্যান্তনির কানে সবচেয়ে লম্বা যে চুলটি আছে তার দৈর্ঘ ১৮.১ সেন্টিমিটার বা ৭.১২ ইঞ্চি। এ কারণে তার স্কুলের সহকর্মী ও ছাত্রছাত্রীরা তাকে ‘কানে চুলওয়ালা স্যার’ বলেই ডাকতেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যান্তনির বিশ্বরেকর্ডের পোস্টে অভিনন্দনের বদলে হাসাহাসিই বেশি করেছে লোক। কেউ লিখেছে, ‘এমন আজব রেকর্ড কে গড়তে চায়!’ কারও বক্তব্য, ‘আমি আর কিছু শেভ করি বা না করি, এই চুল শেভ করবই।’ কেউ আবার ব্যঙ্গ করে লিখেছেন, ‘এই রেকর্ড ভাঙাই এখন আমার লক্ষ্য।’
তবে কানের চুল নিয়ে অ্যান্তনির আগেও গিনেস বুকে এই ক্যাটাগরিতে নাম তুলেছিলেন এক ভারতীয়। উত্তরপ্রদেশের মুদি ব্যবসায়ী রাধাকান্ত বাজপেয়ীর কানের চুল ছিল ১৩ দশমিক ২ সেন্টিমিটার লম্বা। ২০০৩ সালে গিনেস বুকে এ কারণে তার নাম উঠেছিল।