টাটা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিসিএস কর্মীদের বেতন ও ছুটি কমানোর ঘোষণা দিয়েছে। কোভিড মহামারীর পর থেকেই টাটার তথ্য প্রযুক্তি সংস্থায় শুরু হয়েছিল ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে কাজ। সংস্থার অভিযোগ, মহামারী শেষ হলেও অফিসে আসতে চাইছেন না বেশ কিছু কর্মী।
যদিও প্রতি মাসে অন্তত ১২ দিন অফিসে এসে কাজ করার বিষয়ে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন করে টিসিএসের তরফে জানানো হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম পদ্ধিতে কাজ করা যাবে, তবে মাসে কমপক্ষে ১২ দিন অফিসে আসতেই হবে। এই নিয়ম লঙ্ঘন করায় শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।
এর অংশ হিসেবে কর্মীদের বেতন থেকে কেটে হতে পারে বেতন। কাটছাট হাতে পারে ছুটিতেও। কর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে বলা হয়েছে, ‘আপনাদের সতর্ক করা হয়েছে এবং অবিলম্বে নির্ধারিত রোস্টার অনুযায়ী অফিসের ঠিকানা থেকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেই নির্দেশিকা জারি করে টিসিএস জানিয়েছিল কর্মীদের কমপক্ষে ৩ দিন অফিসে আসতে হবে। কিছুদিন আগে সংস্থার তরফে জানানো হয়েছিল, অসুস্থতা ছাড়া ওয়ার্ক ফ্র হোম পদ্ধতিতে কাজের বিষয়ে উৎসাহিত করা হবে না। সূত্র : ঢাকা পোস্ট
এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়