আবারও মা হয়েছেন শার্লিন ফারজানা। গত ২৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত এ অভিনেত্রী।
শার্লিন ফারজানা জানান, তিনি ও তার সন্তান দুজনেই ভালো আছেন। তার সন্তানের নাম রেখেছেন ওয়াকিয়াহ রেহানা এহসান। কন্যার আগমনে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলেও জানান তিনি।
আরোও পড়ুন।বলি নায়ক সুশান্ত সিং আত্মহত্যা করেননি!
অনেকদিন থেকেই পর্দার আড়ালে রয়েছেন শার্লিন। শোনা গিয়েছিল চলতি বছরেই অভিনয়েই ফিরবেন তিনি কিন্তু সন্তান সম্ভবা থাকায় এবারও পর্দায় ফেরা হয়নি তার। এর আগে ২০২০ সালে ১ নভেম্বর অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলো প্রথম সন্তান, নাম ইয়াসিন এহসান। তার দুই বছর পর এবার কন্যা সন্তানের মা হলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন শার্লিন ফারজানা। এর আগে একই বছরের সেপ্টেম্বর মাসে তাদের বাগদান সম্পন হয়েছিল।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন শার্লিন ফারজানা। এরপর নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন তিনি। সূত্র : বাংলাদেশ জার্নাল