নিউইয়র্ক     শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

‘ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন ?’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ১২:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ১২:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন ?’

ছবি : সংগৃহীত

ঋষভ পান্তের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় দফায় ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করতে গিয়ে হার যেন পিছু ছাড়ছে না এই অজি ওপেনারের। দলের এমন বাজে পারফরম্যান্সের দায়ে সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

চলমান আসরে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে দিল্লি। সবগুলো ম্যাচেই ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার। ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন। প্রথম ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে করেছিলেন ৫৬ রান। এরপর গুজরাটের বিপক্ষে ৩৭ রানের বেশি করতে না পারলেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছেন ৬৫ রানের ইনিংস। আর সর্বশেষ ম্যাচে করেছেন ৪৭ বলে ৫১ রান।

এই অজি ওপেনার এবারের আসরে এখনও পর্যন্ত সবমিলিয়ে ২০৯ রান করেছেন। তবে ব্যাটিং করেছেন মাত্র ১১৪.৮৩ স্ট্রাইক রেটে। যা চলতি আইপিএলে খুবই বেমানান। তাইতো য়ার্নারকে নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানও। ভারতের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন? কম স্ট্রাইক রেট নিয়ে সে তো অনেক দিন খেলে যাচ্ছে।’ সূত্র : ঢাকা পোস্ট

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন