মুসলিম দেশগুলোর জোট ওআইসি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এমন অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ওআইসি মহাসচিব হুসাইন ব্রাহিম ত্বহার সফর এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মির নিয়ে তার মন্তব্যের জন্য তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলে হস্তক্ষেপের কোনও অধিকার ওআইসির নেই।
আরোও পড়ুন।চীন সীমান্তে সংঘর্ষের পর যুদ্ধবিমানের টহল শুরু করেছে ভারত
হুসাইন ব্রাহিম ত্বহার আজাদ কাশ্মির সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ‘ওআইসি এবং এর মহাসচিবের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং হস্তক্ষেপের যে কোনও প্রচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।তিনি বলেন, ওআইসি ইতোমধ্যেই এই ইস্যুতে ‘সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদ্ধতি’ গ্রহণ করে তার ‘বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছে।
গত ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনের সফরে পাকিস্তানে অবস্থান করেন হুসাইন ব্রাহিম ত্বহা। তার সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ‘আমরা ওআইসি মহাসচিবের পাকিস্তান অধিকৃত কাশ্মির (পিওকে) সফর এবং এই সফরকালে জম্মু ও কাশ্মির সম্পর্কে তার মন্তব্যের তীব্র নিন্দা জানাই। আমি আবারও বলছি, জম্মু ও কাশ্মির সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকার ওআইসির নেই।’
বিবৃতিতে জম্মু ও কাশ্মিরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন অরিন্দম বাগচি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত ওআইসি মহাসচিব পাকিস্তানের মুখপাত্রে পরিণত হয়েছেন।