গত ১১ এপ্রিল মঙ্গলবার এষ্টোরিয়ার আল আমিন মসজিদেকম্যুনিটির অন্যতম সেবামুলক সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মূলধারার রাজনীতিক, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, কমিউনিটির নের্তৃবৃন্দসহ কয়েক শ মানুষ যোগ দেন এ ইফতার মাহফিলে।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, স্টেট সেনেটার ক্রিস্টিনা গাঞ্জালাজ, কাউন্সিল ওমেন জুলি ওন, স্টেট অ্যাসেম্বলি মেম্বার জহরান কে মামদানি ও নিউয়র্ক সিটি পুলিশের ১১৪ প্রিসিংকটের ডেপুটি ইন্সপেক্টর কেনাত গরমেন্ট।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ব্লুক্রস ব্লুশিল্ড এর কমিউনিটি আউটরিচ ম্যানেজার ওয়েনডি ডমিংগেস ও কমিউনিটি রিলেশন ইয়াছমিন হারনানডেস। জালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি বদরুল হোসেন খান ও সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ কনসুলেট জেনারেলের ফার্স্ট সেক্রেটারি ইসরাত জাহান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হুসেন, সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল, মদিনা মসজিদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, কমিউনিটি এক্টিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, মিজানুর রহমান মিজান, ইঞ্জিনিয়ার সায়েম আহমেদ, কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভেস্ট কিনু চৌধুরী, হেলথ বেনেফিট রেফেজেনেটিব মোঃ শাহেদ রাশেদ, টাপ টাপ সেন্ট নোহসিন খান ও রিমি রশিদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসাদুল হক সানু, সিলেট সদর সমিতির উপদেষ্টা মনসুর চৌধুরী ও শানুর কুরাইসি, গোলাপগঞ্জ সোসাইটির কোষাধ্যক্ষ মিসবাহ আহমেদ, ওসমানী নগর সমিতি সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিসলু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সদস্য রিপন আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মুরাদ আহমেদ, শেখ সিপার আহমেদ, কাজী আজম, বেনু আহমেদ, কাওসার আহমেদ, ফজলু মিয়া, কামাল আহমেদ, শেখ নজরুল ইসলাম (ফকরু), জাহিদুল চৌধুরী, আলবি আহমেদ, শিপলু আহমেদ, নাজিম খান, আল আমিন মসজিদের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি খালেদুর রব, জসিম আহমেদ সাদেক, আব্দুল হান্নান, শাহাবুদ্দিন, শাফায়েত খান, মিসবাহ আহমেদ, আমিন হোসেন, আমির আলী, মকদ্দছ আলী, আব্দুর রাকিব, হেলাল আহমেদ, আমির আলী, শাহিন আহমেদ, মাওলানা নেছার আহমেদ ও হাফিজ ইসরাক আহমেদ।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি কায়েছ আহেমদ, সহ-সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ, সদস্য মির জাকির, ফয়সাল আহমেদ, শামসুল ইসলাম, শাহিন হাসনাত, আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, আবু সুলেমান, নরুল হক, মির্জা মোহাম্মদ, নাবিলা ও তানজুম লাগনু, সংগঠনের উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী, চৌধুরী সালেহ ও আব্দুর রহমান।
অনুষ্ঠানে কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে সিটি কাউন্সিলের পক্ষ থেকে প্রকলেমেশন এওয়ার্ড প্রদান করেন কাউন্সিলওম্যান (ডিস্ট্রিক্ট ২৬) জুলি ওউন।
ইফতার মাহফিলে আল আমিন মসজিদের ইমাম মাওলানা নেছার আহমেদ রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন। মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মুলধারার রাজনীতিবিদ সহ উপস্থিত সকলে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। সংগঠনের সভাপতি সোহেল আহমেদ এবং সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি