নিউইয়র্ক     শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এবার প্রথম কৃষ্ণাঙ্গ নেতা পাচ্ছে হাউস ডেমোক্র্যাটস?

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২ | ০৩:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ নভেম্বর ২০২২ | ০৩:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
এবার প্রথম কৃষ্ণাঙ্গ নেতা পাচ্ছে হাউস ডেমোক্র্যাটস?

ডেমোক্র্যাটরা গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এবার তার উত্তরসূরি হতে পারেন হাকিম জেফরিস। নিউইয়র্কের এই লিবারেল কংগ্রেসম্যান পরবর্তী দুই বছরের জন্য হাউস ডেমোক্র্যাটসের নেতৃত্ব দিতে পারেন।

৫২ বছর বয়সী জেফরিস, হাউস ডেমোক্র্যাটসের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হবেন, যিনি দলের বিভিন্ন ভোটার ভিত্তি এবং নেতৃত্বের একটি নতুন প্রজন্ম উভয়ের প্রতিনিধিত্ব করবেন। পেলোসি, প্রথম মহিলা যিনি স্পিকার পদে অধিষ্ঠিত হয়েছেন, তার বয়স ৮২, এবং দলের নেতৃত্বের অন্য দুই সদস্যদের বয়সও ৮০-এর ঘরে। হাউস ডেমোক্র্যাটসরা ৩০ নভেম্বর তাদের নেতা নির্বাচনে ভোট দেবেন।

জেফরিস, যিনি ২০১৯ সাল থেকে হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যানের নেতৃত্বের পদে রয়েছেন, তিনি পেলোসির একটি শৈলীগত বৈপরীত্যও উপস্থাপন করবেন, যিনি বৃহস্পতিবার নির্বাচনে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তিনি স্পিকার হিসাবে দুই দফায় প্রমাণ করেছেন যে, তিনি হার্ড-চার্জিং যেখানে তাকে সাধারণত বেশি সংরক্ষিত বলে মনে করা হয়।

পেলোসি এবং অন্যান্য সিনিয়র ডেমোক্র্যাটরা ৪৩৫ আসনের হাউসে ডেমোক্র্যাটসের তরুণ প্রজন্মকে পথ দেয়ার জন্য চাপের মধ্যে রয়েছেন। বর্তমান হাউস ডেমোক্র্যাটসের নেতা স্টেনি হোয়ার (৮৩) বলেছেন, তিনি পরবর্তী কংগ্রেসে নেতৃত্বের অবস্থান চাইবেন না এবং জেফরিসকে সমর্থন করেছেন। সূত্র : রয়টার্স।

শেয়ার করুন