নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের বিশ্বকাপ মেসির বললেন সুইডেনের ফুটবল তারকা ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ | ০১:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ০১:২২ অপরাহ্ণ

ফলো করুন-
এবারের বিশ্বকাপ মেসির বললেন সুইডেনের ফুটবল তারকা ইব্রাহিমোভিচ

পরিচয় ডেস্ক: খেলা নিয়ে বাজি ধরা, ভবিষ্যদ্বাণী করা মানুষের মজ্জাগত ব্যাপার। তবে বড় তারকারা যখন এমনটি করেন, তখন তা খবর হয়। এমনটি করেছেন সুইডেনের ফুটবল তারকার জ্লাতান ইব্রাহিমোভিচ। এ ফুটবল তারকা সম্প্রতি সাংবাদিকদের বলেন, ‘মেসিরা যে এবার বিশ্বকাপ ফুটবল জিতবে, তা ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে। এটা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।’

কাতারের লুসাইল স্টেডিয়ামে বসে ফ্রান্স-মরক্কোর খেলা দেখেছেন ইব্রাহিমোভিচ। সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন চূর্ণবিচূর্ণ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন ইব্রাহিমোভিচ। এক প্রশ্নের জবাবে এসি মিলানের এ স্ট্রাইকার বলেন, ‘আমি কী বলতে চাচ্ছি, তা আপনারা বুঝতেই পারছেন। আমি বলতে চাচ্ছি, আমি মনে করি এবারের ট্রপিটা মেসির। এটা ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে।’

মার্কার এক প্রতিবেদনে বলা হয়, এর আগের এক সাক্ষাৎকারে একই ধরনের কথা বলেছিলেন ইব্রাহিমোভিচ। তখন তিনি বলেছিলেন, ‘আর্জেন্টিনার এবারের দলটি ভালো। তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। এ অবস্থায় আমার ধারণা, মেসির কারণেই এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।’

মেসি ও ইব্রাহিমোভিচ দুজনই ২০০৯ থেকে ২০১১ সালে বার্সেলোনার হয়ে খেলতেন। পরবর্তীতে ইতালির ক্লাব এসি মিলানে চলে যান ইব্রাহিমোভিচ। এদিকে রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স।

শেয়ার করুন