নিউইয়র্ক : বাংলাদেশের স্বনামধন্য ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপ ‘উৎসব হেলথ কেয়ার’ নামে এক অভিনব স্বাস্থ্যসেবা চালু করেছে। যার মাধ্যমে প্রবাসে বসেও দেশে থাকা মা-বাবাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা যাবে। গত ১০ ডিসেম্বর নিউইয়র্কে কুইন্সের জয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামান এবং ‘উৎসব হেলথ কেয়ার’র সহপ্রতিষ্ঠাতা ডা. বি এম আতিকুজ্জামান এবং আরিফ ইউসুফ বক্তব্য রাখেন। এছাড়া ঢাকা থেকে ভার্চুয়ালি যোগদান করেন ‘উৎসব হেলথ কেয়ার’র সহপ্রতিষ্ঠাতা মৃদুল চৌধুরী, মনিরুল ইসলাম এবং অপারেশনস ডিরেক্টর ডা. নসরাত আফসানা।
সংবাদ সম্মেলনে প্রবীণদের স্বাস্থ্যসেবার গুরুত্ব এবং বয়সজনিত রোগের প্রতিরোধ বিষয়ে আলোকপাত করা হয়। উৎসব হেলথ কেয়ার উদ্যোগটির মূল দু’টি সেবা প্যারেন্টস কেয়ার এবং স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় মতামত এর ওপর আলোকপাত করা হয়।
উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামান বলেন, “দেশে আমাদের মা-বাবার জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই উদ্যোগ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশে অবস্থানরত আমাদের মা-বাবাদের জন্যই তো এদেশে আমাদের সকল সফলতা সম্ভব হয়েছে।” তিনি আরো বলেন, উৎসব হেলথ কেয়ার উদ্যোগটির মূল উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশীদের সাথে দেশে অবস্থিত তাঁদের পিতা-মাতার সেবার মাঝে একটি মেলবন্ধন তৈরী করা। তবে পরবর্তীতে এক প্রশ্নের উত্তরে রায়হান জামান স্পষ্ট করে বলেন, ‘উৎসব হেলথ কেয়ার’ কোন প্রকার স্বাস্থ্যবীমা প্রদান করছে না।
প্রতিষ্ঠানের চিফ মেডিক্যাল এডভাইজার ও সহপ্রতিষ্ঠাতা ডা. বি এম আতিকুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্যই হলো আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা বাংলাদেশে আমাদের মা-বাবার কাছে পৌঁছে দেয়া”।
উদ্যোগের সহপ্রতিষ্ঠাতা মদৃল চৌধুরী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের সেবা করার সুযোগ পেয়ে ভীষণ গর্বিত।”
সংবাদ সম্মেলনে উৎসব হেলথ কেয়ার উদ্যোগটির মূল দু’টি সেবা প্যারেন্টস কেয়ার এবং স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় মতামত সম্পর্কে বলা হয়, প্যারেন্টস কেয়ার সেবাটি গ্রহণ করলে দেশে বাবা-মায়ের বাড়িতে ডাক্তার গিয়ে দেখাশোনা করবেন এবং সকল মেডিকেল তথ্য এবং আপডেট প্রবাসে অবস্থিত সন্তানকে অবগত করবেন। আর প্রয়োজনে কিংবা চাহিদা থাকলে স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় মতামত বিষয়ক সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশী বংশোদ্ভূত ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণ করা যাবে।
উল্লেখ্য, উৎসব গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যারা দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও ই- কমার্স জগতে তৈরী করেছে এক অনন্য সাফল্য। বর্তমানে ৪৫টি দেশে চলছে তাদের কার্যক্রম চলছে। নিউইয়র্কে অবস্থিত প্রধান কার্যালয় ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে তাদের কর্পোরেট কার্যালয় রয়েছে।