নিউইয়র্ক     রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তাল পেরু, সংকট নিরসনে উচ্চ পর্যায়ে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ | ১০:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ | ১০:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
উত্তাল পেরু, সংকট নিরসনে উচ্চ পর্যায়ে বৈঠক

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করায় দেশজুড়ে গভীর রাজনৈতিক সংকট সমাধানে জরুরি আলোচনার সূত্রপাত করেছে। দেশটির সমস্ত রাজনৈতিক প্রতিনিধি ও গির্জার নেতাদের নিয়ে গঠিত কাউন্সিল অফ স্টেট শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানী লিমায় জড়ো হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ৭ ডিসেম্বর পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। শপথ নেন সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বলওয়ার্তে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট তার সমর্থকদের রাস্তায় পরিস্থিতির প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছেন সমর্থকরা। এতে রাজনৈতিক সংকটে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশটি।

আরোও পড়ুন।ইউরোপের সবচেয়ে বড় গ্যাস স্টোরেজ তুরস্কে

এ অবস্থায় সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। গত কয়েকদিনে অগ্নিসংযোগ কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে বিক্ষোভকারীরা একটি স্থানীয় বিমানবন্দর অবরোধ করেছে।


কুস্কোর মেয়র জানান, কাস্টিলোর সমর্থকরা বিমানবন্দর টার্মিনালে দাঙ্গা করার চেষ্টা করলেও কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। পাঁচ হাজারের মতো পর্যটক আটকা পড়েছে শহরে। এমন অবস্থায় এ নিয়ে রাজধানীতে শুরু হয়েছে আলোচনা।

শেয়ার করুন