নিউইয়র্ক     সোমবার, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ  | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদের নাটকে না থাকার কারণ জানালেন নিশো-মেহজাবীন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ০৫:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ০৫:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঈদের নাটকে না থাকার কারণ জানালেন নিশো-মেহজাবীন

আফরান নিশো-মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

ঈদের বিনোদনের বড় একটি অংশ দখল করে আছে বাংলা নাটক। দর্শকের সঙ্গে বাংলা নাটকের সখ্যতা ঈদ উৎসবে বোঝা যায়। নাটক ছাড়া ঈদের আনন্দ যেন ঠিক জমে ওঠে না। ঈদুল ফিতরকে কেন্দ্র করে টেলিভিশন ও বিভিন্ন অনলাইন মাধ্যমের জন্য তৈরি হচ্ছে অসংখ্য নাটক। কয়েক বছর ধরে ঈদের নাটকে দর্শকের সবচেয়ে পছন্দের তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে এবারের ঈদে তাদের দেখা যাবে না কোনো নাটকে।

এ প্রসঙ্গে নিশো বলেন, ‘নতুন কোনো কাজ করতে পারিনি। আর ঈদের প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই। তা ছাড়া সিনেমা ঘোষণার পর থেকেই ছয়-সাত মাস হলো নাটকের কাজ বন্ধ রেখেছি। এসব কারণে ঈদে আমার নাটক নেই। আমি মাধ্যম পরিবর্তন করেছি, এখন সিনেমা, ওটিটির কাজ করছি। যেকোনো মাধ্যমে ব্যস্ততা বাড়লে অন্য মাধ্যমে কাজ কমবে, এটাই স্বাভাবিক। একসঙ্গে সব জায়গায় কাজ করে কাজের কোয়ালিটির সুষম বণ্টন সম্ভব নয়।

একই প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘নতুন কোনো নাটকে কাজ করিনি, প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই। কোনো কারণ নেই। এমনি এমনি করিনি। অনেক দিনই হলো নাটকের শুটিং করছি না। আবার কবে করব, তা–ও বলতে পারছি না। অনেকেই হয়তো ভাবতে পারেন, তাহলে কি আমি এই মাধ্যম ছেড়ে দিচ্ছি? না, ছাড়ছি না। ভালো চিত্রনাট্যে কাজ হবে। হয়তো আগের চেয়ে সংখ্যা কমতে পারে।’ সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন