নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২ | ১০:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ | ১০:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা ইমরান খানের

আগামী ২৮ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লংমার্চের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এ লংমার্চের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ২৮ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চ করব। লাহোরের লিবার্টি চক এলাকা থেকে এ লংমার্চ শুরু হবে। তিনি বলেন, ‘আমরা বেলা ১১টায় লিবার্টি চক এলাকায় জড়ো হব এবং এর পর ইসলামাবাদের দিকে মিছিল শুরু করব’।

আরও খবরইমরান খান ৫ বছর ভোটে নিষিদ্ধ

লংমার্চে অংশ নেওয়া ব্যক্তিদের শান্তিপূর্ণ থাকার কথা পুনর্ব্যক্ত করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনো সহিংসতার জন্য ইসলামাবাদ যাচ্ছি না; আমরা কোনো আইন ভঙ্গ করব না; আমরা উচ্চ নিরাপত্তাবলয় বলে পরিচিত রেডজোনে প্রবেশ করব না এবং আমরা রাজধানীতে এমন একটি জায়গায় বিক্ষোভ করব, যেখানে সুপ্রিমকোর্টের অনুমতি আছে।’

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকৃত স্বাধীনতা’ অর্জনের জন্য এ লংমার্চ ডাকা হয়েছে এবং প্রতিবাদকারীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের লক্ষ্য পূরণ করবেন। তিনি দাবি করেন, আসন্ন এ লংমার্চ হবে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিবাদ। এ লংমার্চ রাজনীতির জন্য নয়; বরং দেশের ভবিষ্যতের জন্য।

এর আগে পাকিস্তানের ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। গত শুক্রবার তোসখানা ইস্যু নিয়ে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের পর তার দল পিটিআইয়ের হাজার সমর্থক রাস্তায় বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, এটি নিয়ে উচ্চ আদালতে যাবেন তারা।

শেয়ার করুন