নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে লেখকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ০৫:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ০৫:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে লেখকের মৃত্যুদণ্ড

ইরানের ভিন্নমতাবলম্বী লেখক ও চিত্রকর মেহেদি বাহমানকে গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানের একটি ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। গত এপ্রিল মাসে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল–১৩ তে একটি সাক্ষাৎকারে তিনি তেহরানের শাসনের সমালোচনা করেছিলেন। এ সময় তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন। তার সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পর গত অক্টোবরের শেষ দিকে তাকে গ্রেফতার করে ইরানি কর্তৃপক্ষ।

মেহেদি তার লেখায় প্রায়ই ধর্মীয় সহাবস্থান নিয়ে কথা বলেন। তিনি বিভিন্ন ধর্মীয় চিত্র তৈরির জন্য শিয়া ধর্মগুরু মাসুমি তেহরানির সঙ্গে কাজ করেছেন। ইরানের কর্তৃপক্ষ মাসুমি তেহরানিকেও গ্রেপ্তার করেছে।

এদিকে পুলিশ হেফাজতে গত সেপ্টেম্বরে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর ইরানে বিক্ষোভ শুরু হয়। সরকারবিরোধী এই বিক্ষোভ ক্রমে ব্যাপক আকার ধারণ করেছে। ইরানে চলমান বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইতিমধ্যে ১১ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। ইতিমধ্যে দুজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছ

শেয়ার করুন