ইরানের ইভিন কারাগারে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। সেই সঙ্গে শোনা গিয়েছিল গোলাগুলি ও সাইরেনের শব্দ। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তবে এ ঘটনা চলমান আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়, বলছে রাষ্ট্রীয় গণমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর কারাগারটিতে শত শত পুলিশ প্রবেশ করছে। রাজনীতিবিদ, সাংবাদিক ও বিদেশিদের আটক রাখতে কারাগারটি ব্যবহার করে থাকে ইরান পুলিশ।
তবে তেহরানের গভর্নরের দাবি, চলমান দাঙ্গার সঙ্গে কোনো রাজনৈতিক বন্দিদের সম্পর্ক নেই, দাগী আসামিদের মধ্যে সংঘর্ষেই ঘটনার সূত্রপাত। সম্পর্ক নেই হিজাব ইস্যুতে চলমান আন্দোলনের সাথেও। ইরানের পুলিশ কর্মকর্তারা জানান্ এ ঘটনায় আটজন আহত হলেও কেউ মারা যায়নি। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এদিকে স্বজনদের অভিযোগ, কোনোভাবেই বন্দিদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তারা। এ ঘটনায় বন্ধ করে রাখা হয়েছে কারাগারে প্রবেশের সব পথ। সূত্র: ডয়েচে ভেলে