৭ এপ্রিল শুক্রবার জ্যাকসন হ্ইাটসের মুনলাইট চিকেন এন্ড গ্রীল রেষ্টুরেন্টে কম্যুনিটিতে জনপ্রিয় সেবামুলক প্রতিষ্ঠান ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠানের মার্কেটার ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত সাংবাদিক ও অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার ও জ্যাকসন হ্ইাটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) প্রেসিডেন্ট গিয়াস আহমেদ।
তিনি বলেন, কমিউনিটিতে ইমিগ্র্যান্ট এলডার হোম কেয়ার সততা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে, মানুষের কল্যাণে-আমার প্রতিষ্ঠানের সবাই কাজ করে যাচ্ছে। আগামীতে এ সেবার পরিধি বাড়িয়ে আমরা এগিয়ে যেতে চাই। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।
ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট শামসুন্ন্াহার নিম্মি, জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান কাজিন, ম্যানেজার আফতাব চৌধুরী, স্টাফ আল আমীন, শাহাদত হোসেন রাজু, মনির হোসেন, জাফর হোসেন ও নাজমুল ভ‚ঁইয়াসহ আরো অনেকে।
ইফতার মাহফিলে সম্পাদক এবং সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, নিউইয়র্ক কাগজ-এর কন্টিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক প্রথম আলো’র চীফ রিপোর্টার মনজুরুল হক, ওয়েব পোর্টাল বিডি ইয়র্ক সম্পাদক শাহ ফারুক প্রমুখ।
ইফতারের আগে পবিত্র কোরআন ও সুন্নাহ’র আলোকে বয়ান করেন বাইতুল জান্নাত মসজিদের খতিব মাওলানা আব্দুস সাদেক। তিনি মুসলিম উম্মা তথা বিশ্ব শান্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।