নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের অন্যান্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতাদের দেয়া বিবৃতির ভিত্তিতে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্র দ্য ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনার নিসার দুররানির নেতৃত্বে চার সদস্যের ইসিপি বেঞ্চ ইমরান খান এবং তার ঘনিষ্ঠ সহযোগী ফাওয়াদ চৌধুরী এবং আসাদ উমরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে।

গত বছর ইমরান খান ও পিটিআই নেতারা নির্বাচন কশিনকে সরকারের পক্ষপাতমূলক নীতি অনুসরন করছে বলে অভিযোগ করেছিলেন। সেময় ইমরান খান নিরপেক্ষ নির্বাচন কমিশনারের ভূমিকা পালনে ব্যর্থতার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করতে বলেছিলেন।

এরপরই নির্বাচন কমিশন গত বছরের আগস্ট এবং সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছিল। পিটিআই নেতাদের ইসিপির সামনে হাজির হওয়ার শেষ সুযোগ দিয়েছিল। তবে পিটিআই নেতারা হাজিরা দেননি।

ফলস্বরুপ মঙ্গলবার শুনানির সময় কমিশন তাদের উপস্থিতি থেকে অব্যাহতির আবেদন প্রত্যাখ্যান করে এবং প্রতিটি ৫০ হাজার রুপির মূল্যের জামানত বন্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

শেয়ার করুন