নিউইয়র্ক : বাংলাদেশের বেসরকারী ইউনাইটডে কমার্শিয়াল ব্যাংক এর সাথে রেমিটেন্স পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে নিউইয়র্কের সুনামধন্য মানি এক্সচেঞ্জ কোম্পানী সানম্যান গ্লোবাল এক্সপ্রেস।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটি জ্যাকসন হাইটসের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ইউনাইটডে কর্মাশয়িাল ব্যাংক এর পক্ষে স্বাক্ষর করনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ ফরিদুল ইসলাম এবং সানম্যান এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন এবং চিফ ফাইন্যানশিয়াল অফিসার (সিএফও) মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সানম্যান এর রেমিটেন্স পার্টনার এস এম মাইনুদ্দিন পিন্টু।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এর সিইও মাসুদ রানা তপন বলেন, সানম্যান এক্সপ্রেস এর সাথে বাংলাদেশে যে ৮টি ব্যাংকের সাথে রেমিট্যান্স র্পাটনারশীপ চুক্তি আছে। এখন থেকে তার অতিরিক্ত ইউনাইটডে কমার্শিয়াল ব্যাংক এর মাধ্যমেও প্রবাসীরা টাকা পাঠাতে পারবেন।
ইউনাইটডে কমার্শিয়াল ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, ব্যাংকটি বাংলাদেশের অন্যতম পুরনো বেসরকারী ব্যাংক। যেটি সকলের আস্থা রেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ব্যাংকটির ২০৯টি শাখা, ১৩২টি সাব-শাখা, ১৯০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ৫৬৩টি এটিএম বুথ রয়েছে। এছাড়া ইউপে মোবাইল ওয়ালেট (Upay Mobile Wallet) এ প্রায় ১৫,০০০,০০০ গ্রাহক আছেন। এছাড়া আমাদের ১,০০,০০০ এর বেশি এজেন্ট এর মাধ্যমে গ্রাহকরা পাঠানো রেমিটেন্স গ্রহন করতে পারবেন।
সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এর সিইও মাসুদ রানা তপন বলেন, এখন থেকে সানম্যান এক্সপ্রেস এর বাংলাদেশে টাকা পাঠাতে স্থানীয় সাংবাদিকদের কোন ফি লাগবে না। এছাড়া নতুন গ্রাহকদের প্রথম রেমিটেন্স পাঠাতে কোন ফি দিতে হয় না। সানম্যান এক্সপ্রেস এর মাধ্যমে গ্রাহকরা Bkash এ সাতদিনই টাকা পাঠাতে পারবেন বিনা ফিতে। এছাড়া সানম্যান এক্সপ্রেস এর মোবাইল এপস্ এর মাধ্যমে আগামী ডিসেম্বর মাস থেকে গ্রাহকরা টাকা পাঠাতে পারবেন।
মাসুদ রানা তপন সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান উপস্থিত থাকার জন্য এবং ভবিষ্যতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।