ইউক্রেন যুদ্ধ চলা অবস্থায় একজন রুশ সৈন্যের তীর ও ধনুক ব্যবহারের দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই উপহাস করছেন। ইউক্রেনের ‘ইন্টারনাল অ্যাফেয়ার্স’ মন্ত্রীর উপদেষ্টা আন্টন গেরাশচেঙ্কো গত মঙ্গলবার টুইটারে ছবিটি শেয়ার করেছেন। যদিও এর আগে গত বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছড়িয়েছিল।
গেরাশচেঙ্কো ওই টুইট বার্তায় মজার ছলে লিখেছেন, ইউক্রেন যুদ্ধে বাশকিরিয়া থেকে একজন রুশ সৈন্যের ছবি রাশিয়ায় টেলিগ্রামে শেয়ার করা হয়েছে। তীর-ধনুকে সজ্জিত রয়েছেন ওই সৈন্য। তার কাছে একটি রাইফেলও আছে। কোথাও কি অশ্বারোহী বাহিনী আছে?
ছবি ও ভিডিওতে দেখা যায়- ওই রুশ সৈন্য মাঠের মধ্যে দাঁড়িয়ে শূন্যে তীর নিশানা করছেন। তার পিঠে একটি রাইফেল ঝুলছে। এরপর কোনো কিছু লক্ষ্য করে তীর চালিয়ে তিনি দৌড় দিচ্ছেন। ওই সৈন্যের কাঁধে শিয়ালের লেজসদৃশ কিছু ঝুলছিল।
সৈনিকের এ ধরনের অস্ত্র বেছে নেওয়ার বিষয়টিকে উপহাস করেছেন নেটিজেনদের অনেকে। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, রাশিয়ার ‘উচ্চ প্রযুক্তি’সমৃদ্ধ সেনাবাহিনী। আরেকজন লিখেছেন, আমি প্রাথমিকভাবে অনুমান করেছি, সে একজন তীরন্দাজ। কিন্তু আমার ছোট ছেলের এর চেয়ে সুন্দর এবং আরো শক্তিশালী ধনুক রয়েছে।
আরেকজন মজার ছলে লিখেছেন, রাশিয়া ২১ শতকের সামরিক সরঞ্জামের সেরা কিছু সরবরাহ করছে দেখে ভালো লাগছে। সূত্র : এনডিটিভি