নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধের ধাক্কায় জার্মানিতে জনসংখ্যার রেকর্ড

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২ | ০৪:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২২ | ০৪:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
ইউক্রেন যুদ্ধের ধাক্কায় জার্মানিতে জনসংখ্যার রেকর্ড

ইউক্রেন যুদ্ধের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে জার্মানির জনসংখ্যা রেকর্ড হারে বেড়েছে৷ সাবেক যুগোস্লাভিয়ায় এবং তারপর মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময়ও এভাবে হঠাৎ জার্মানির জনসংধ্যা বেড়েছিল৷

১৯৯০-এর পর থেকে এ নিয়ে মাত্র তিনবার জার্মানির জনসখ্যা ব্য্যাপক হারে বৃদ্ধি পেলো৷

১৯৯২ সালে যুগোস্লাভিয়া যুদ্ধের কারণে বেড়েছিল সাত লাখ৷ তবে ২০১৫ সালে সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে জার্মানিতে যে জনস্রোত প্রবেশ করেছিল, তার ধাক্কায় বেড়েছিল দশ লাখেরও বেশি মানুষ৷

রাশিয়ার হামলার কারণে ইউক্রেনীয়দের দেশ ছাড়া শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে৷ জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, চলমান এ যুদ্ধের কারণে ২০২২ সালের জুনের পর ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশটির জনসখ্যা সাত লাখ ৫০ হাজার বেড়ে আট কোটি ৪৩ লাখ হয়েছে৷ এর ফলে মাত্র ছয় মাসে মোট জনসংখ্যা ১% বেড়েছে৷ এই বৃদ্ধিতে ইউক্রেনীয় নারী এবং শিশুদের অবদানই বেশি, কারণ, জার্মানির পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে জার্মানিতে নারী বেড়েছে ১.২ ভাগ আর পুরুষ বেড়েছে মাত্র ০.৮ ভাগ৷৷

ইউক্রেন যুদ্ধ শুরুর আগের বছর, অর্থাৎ ২০২১ সালে মোট জনসংখ্যার মাত্র ০.১ ভাগ বা ৮২ হাজারের মতো মানুষ বেড়েছিল জার্মানিতে৷ চলতি বছর ইউক্রেনের শরণার্থীদের ঢল নামায় তার প্রায় নয় গুণ মানুষ বাড়লো জার্মানিতে৷ – এপি, রয়টার্

পরিচয়/টিএ

শেয়ার করুন