নিউইয়র্ক     শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ইউক্রেনে ফের রুশ হামলা, জাতিসংঘে জেলেনস্কির নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২ | ০৫:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ | ০৬:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনে ফের রুশ হামলা, জাতিসংঘে জেলেনস্কির নিন্দা

রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে বড় ধরনের বিদ্যুৎহীনতা দেখা দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এক ভিডিওবার্তায় তিনি এ নিন্দা জানান। খবর বিবিসির।

আরও পড়ুন। ইউক্রেনে প্রথমবারের মতো হেলিকপ্টার পাঠাচ্ছে ব্রিটেন

তিনি বলেন, হীমাঙ্কের নিচে তাপমাত্রার সময়ে সন্ত্রাসী তরিকায় রাশিয়া ইউক্রেনের লাখ লাখ মানুষকে জ্বালানি, তাপ ও পানি পরিষেবার বাইরে রাখছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অফলাইনে চলে গেছে।

আরও পড়ুন। জাপোরোজিয়া অঞ্চলে রাশিয়ার আর্টিলারি হামলা জোরদার

ইউক্রেনের দাবি, রুশ হামলার কারণে পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষকে বিদ্যুৎ ছাড়াই বসবাস করতে হচ্ছে। জেলেনস্কির দাবি, কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ। রাতভর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার চেষ্টা করা হয়েছে। কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানী শহরটির ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ ও পানি ছাড়াই দিন কাটিয়েছেন।

শেয়ার করুন