ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি পরামর্শ বার্তা দিয়েছে প্রতিবেশি পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (২১ অক্টোবর) দূতাবাস ওই বার্তায় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
আরো খবর | ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে ৫০ লাখ মানুষ!
রাশিয়ার চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেন পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। তাই বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিচ্ছে। এর আগে, ইরান ও ভারত তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়। এছাড়াও কয়েকটি দেশ আগে থেকেই তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ না করার এবং ইউক্রেনে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়ে আসছে।
আরো খবর | ইউক্রেনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার রাশিয়ার
এ বছরের শুরুর দিকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রাক্কালে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল। সে সময় অনেক বাংলাদেশি ইউক্রেন ছেড়ে অন্য দেশে পাড়ি জমান। উল্লেখ্য, ইউক্রেনে বাংলাদেশের আবাসিক মিশন নেই। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে বাংলাদেশের স্বার্থ দেখভাল করে।