নিউইয়র্ক     সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের পুনরুদ্ধার করা গ্রাম জনমানবশূন্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২ | ১০:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ১০ অক্টোবর ২০২২ | ১০:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনের পুনরুদ্ধার করা গ্রাম জনমানবশূন্য

রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেওয়া খেরসনের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন। পুনরুদ্ধার করা এ অঞ্চলের একটি গ্রামের নাম শেভচেনকো। এ গ্রামটি এখন একটি ভুতুড়ে গাঁয়ে পরিণত হয়েছে। খবর আনাদোলুর।

গ্রামটির কোথাও জনমানব নেই। চারদিকে শুধু কামানের গোলার আঘাতে চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে ঘরবাড়ি। দক্ষিণ খেরসনের এ গ্রামটি পুনরুদ্ধারের পর ইউক্রেনের সেনারা এখানকার স্থানীয় মানুষদের খোঁজ করছেন। কিন্তু কাউকে তারা পাননি।

প্রথম দিকে এলাকাটি দখল করতে রুশ বাহিনী কামানের গোলায় বিধ্বস্ত হয় গ্রামটির ঘরবাড়িসহ সব স্থাপনা। পরে ওই এলাকা পুনরুদ্ধার করতে গিয়ে গ্রামটি হামলার শিকার হয় ইউক্রেনের সেনাবাহিনীর।

পুনরুদ্ধারের পর পরিত্যক্ত গ্রামটিতে ফিরে এসেছেন লেওনিদ ও লুইবয় দম্পতি। তারা নতুন করে এখানে আবার জীবন শুরু করতে চান। যুদ্ধাহত লিওনিদ গোলার আঘাতে বিধ্বস্ত তার বাড়িটির দরজা-জানালা মেরামতের চেষ্টা করছেন।

ইউক্রেনের সেনারা এখানে বিদ্যুৎ সংয়োগ দেওয়ার চেষ্টা করছেন। পানির লাইন নষ্ট হয়ে যাওয়ায় তারা একটি কূপ থেকে পানি আনার চেষ্টা করছেন। নতুন করে আবার জীবন শুরু করতে গ্রামে ফেরার অপেক্ষায় আছেন পালিয়ে যাওয়া অনেক বাসিন্দা।

পরিচয়/সোহেল

শেয়ার করুন