নিউইয়র্ক     শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ইউক্রেনের অধিকৃত ৪ অঞ্চল অন্তর্ভুক্তির বিল পার্লামেন্টে তুললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২ | ১০:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২২ | ১০:০৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনের অধিকৃত ৪ অঞ্চল অন্তর্ভুক্তির বিল পার্লামেন্টে তুললেন পুতিন

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকরণবিষয়ক চুক্তিকে বিল আকারে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় অনুমোদনের জন্য পাঠিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিম্নকক্ষে চুক্তিটি অনুমোদিত হলে ইউক্রেনের ওই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবে। খবর তাস ও আনাদোলুর।

পুতিন রোববার চুক্তিটি দুমায় উত্থাপন করেন। সোমবার এটি দুমায় পর্যালোচনা করা হবে এবং মঙ্গলবার উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে পর্যালোচনার জন্য পাঠানো হবে। গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে একীভূত করার ডিক্রিতে সই করেন।

এর আগে এসব অঞ্চলে গণভোট হয় যাতে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে সেসব এলাকার জনগণ ভোট দিয়েছেন। তবে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো এই গণভোটকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। পশ্চিমা দেশগুলো বলছে— রাশিয়া জোরপূর্বক এসব অঞ্চলকে দখল করেছে। গতকাল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের ৯ সদস্য দেশ বলেছে— তারা এই গণভোটকে স্বীকৃতি দেয়নি এবং কখনো দেবেও না।

পরিচয়/সোহেল

শেয়ার করুন