নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইইউ’র নিষেধাজ্ঞায় রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ০১:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ০১:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইইউ’র নিষেধাজ্ঞায় রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার

ছবি : রয়টার্স

ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াইরত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ব্লকটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ওয়াগনার গ্রুপকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। ২৭টি ইইউ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ইউরোপীয় কাউন্সিল বলেছে, এই নিষেধাজ্ঞার ফলে আগের তালিকা পূর্ণতা পেয়েছে। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে হুমকি ও ক্ষুণ্ন করার জন্য তালিকায় ওয়াগনারকে যুক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওয়াগনার গ্রুপ যেখানে সক্রিয় রয়েছে সেখানে অস্থিতিশীলতা তৈরি করেছে। পূর্ব ইউক্রেনের ছোট শহর বাখমুত দখলে রুশ আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। কিন্তু ইউক্রেনে রুশ আক্রমণের পর এই ভাড়াটে আলোচনায় আসে মূলত কারাগার থেকে বন্দিদের বাহিনীতে নিয়োগ দেওয়ার পর এবং যুদ্ধে তাদের নৃশংস কৌশলের পর।

এই ভাড়াটে বাহিনীর প্রতিষ্ঠাতা ও প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। সম্প্রতি রুশ সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রকাশ্যে তুলেছেন তিনি।

১৯৮০’র দশকে চুরি ও রাস্তায় ছিনতাইয়ের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ৯ বছর কারাগারে কাটিয়েছেন প্রিগোজিন। গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে আড়াল থেকে বেরিয়ে হাই প্রোফাইল ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। সম্প্রতি ইউক্রেন অভিযোগ করেছে, ওয়াগনার গ্রুপের যোদ্ধারা এক ইউক্রেনীয় সেনার শিরশ্ছেদ করে যুদ্ধাপরাধ করেছে।

শেয়ার করুন