রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। ডিসেম্বরের শেষের দিকে তাদের মধ্যে এ বৈঠক হবে। রাশিয়ার গণমাধ্যম ভেদোমোস্তি মঙ্গলবার এক প্রতিবেদনের বিষয়টি জানায়।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ২০২২ সালের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করবেন তারা। দিমিত্রি পেসকোভ আরও বলেছেন, পুতিন-জিনপিংয়ের বৈঠকের সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আরও পরে আসবে।
আরোও পড়ুন।পুতিনের বার্ষিক ম্যারাথন সংবাদ সম্মেলন বাতিল
দিমিত্রি পেসকোভ বলেন, ‘পুতিন-জিনপিংয়ের বৈঠকের সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আরও পরে।’ তবে রাশিয়ান প্রেসিডেন্ট প্রশাসনের অপর একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, পুতিন-জিনপিংয়ের মধ্যে মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা কম। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর থেকে সম্পর্কের দিক দিয়ে রাশিয়া চীনের আরও কাছাকাছি চলে আসে।