নিউইয়র্ক     শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিজেদের প্রত্যাহারের ইঙ্গিত রাশিয়ার, জানে না যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২২ | ০৫:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ জুলাই ২০২২ | ০৫:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিজেদের প্রত্যাহারের ইঙ্গিত রাশিয়ার, জানে না যুক্তরাষ্ট্র

২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ইঙ্গিত দিয়েছে রাশিয়া। দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমসের নতুন প্রধান ইউরি বরিসভ মঙ্গলবার এই ইঙ্গিত দিয়েছেন। তবে, মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া এই ব্যাপারে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাসার ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন—যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে কেন্দ্র করে দুই যুগ পুরোনো যে সম্পর্ক গড়ে উঠেছে তা ভেঙে ফেলতে এখনো কোনো যোগাযোগ করেনি মস্কো।
রাশিয়ার মহাকাশ সংস্থার নবনিযুক্ত মহাপরিচালক ইউরি বরিসভ আজ মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ‘আমরা অবশ্যই আমাদের অংশীদারদের প্রতি আমাদের সমস্ত বাধ্যবাধকতা পূরণ করব। তবে ২০২৪ সালের পরে স্টেশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে রাশিয়ার তরফ থেকে এমন কথাবার্তা বলা হলেও নাসার মহাকাশ স্টেশনের পরিচালক রুবিন গ্যাটেনস বলেছেন, ‘মহাকাশ স্টেশন বিষয়ে আন্তসরকার চুক্তি অনুসারে এই বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার কথা। তবে আমাদের রাশিয়ান বন্ধুরা আমাদের সঙ্গে এমন কোনো বিষয়ে যোগাযোগ করেননি।’

রুবিন গ্যাটেনস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি সম্মেলনে রয়টার্সকে আরও বলেছেন, ‘এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি। আমরা এখনো পর্যন্ত সবকিছুই স্বাভাবিক পেয়েছি।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে রাশিয়া–যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সামরিক–বেসামরিক সব ক্ষেত্রেই প্রায় সহযোগিতা বন্ধ হয়ে গেছে। এবার দুই দেশের মধ্যকার সর্বশেষ বেসামরিক সহযোগিতার ক্ষেত্রটিও বিচ্ছিন্ন হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

শেয়ার করুন