নিউইয়র্ক     রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আটলান্টিক সিটিতে ‘গ্রাম বাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২ | ০১:০৬ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ | ০১:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
আটলান্টিক সিটিতে ‘গ্রাম বাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

আটলান্টিক সিটি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটিতে সমাপ্ত হলো ‘গ্রাম বাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্ট’। আটলান্টিক সিটির এনাপলিস এভিনিউতে অবস্হিত এন্ড্রু ফ্ল্যাগ ফিলপ রিক্রিয়েশনাল সেন্টার এ অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টে নিউজার্সির রাজ্যের ছয়টি ক্রিকেট দল অংশগ্রহন করে। ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো আইকনিক ডেসারস, সিলেট সিক্সারস, পিকেকেআই হকস,দ্য কিংস,বেংগলি বয়েজ, গ্যালাওয়ে ক্রিকেট ক্লাব ।

গত দশ অক্টোবর, সোমবার সন্ধ্যায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল ফিতা কেটে ‘গ্রাম বাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম বাংলা ফুড এর স্বত্ত্বাধিকারী তোলন হকের সঞ্চালনায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবিব রেহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

গ্রামবাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় পিকেকেআই হকস দলকে পরাজিত করে গ্যালাওয়ে ক্রিকেট ক্লাব শিরোপা লাভ করে।

ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের অধিনায়ক এর হাতে নগদ পুরস্কার ও ট্রফি তুলে দেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান আনজুম জিয়া।

‘গ্রাম বাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্ট’ এর সফল আয়োজক ছিল আইকনিক ডেসারস।

ক্রিকেট টুর্নামেন্টটি স্পন্সর করেন গ্রাম বাংলা ফুড এর স্বত্ত্বাধিকারী তোলন হক, সহযোগী স্পন্সর ছিল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি , আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া ও আটলান্টিক কাউন্টির কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবিব রেহমান । বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক ক্রিকেটমোদী ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।- সুব্রত চৌধুরী প্রেরিত

শেয়ার করুন