আটলান্টিক সিটি : আটলান্টিক সিটিতে “ন্যাশনাল ফেইথ ও ল এনফোর্সমেণ্ট ডে” পালন উপলক্ষে “কমিউনিটি পদযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটি পুলিশ বিভাগ এর উদ্যোগে এই “কমিউনিটি পদযাত্রা”র আয়োজন করা হয়।
গত দশ অক্টোবর, সোমবার দুপুরে বোর্ডওয়াক এর কেনেডি প্লাজার সামনে থেকে “কমিউনিটি পদযাত্রা” শুরু হয়। কমিউনিটি পদযাত্রায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক কাউন্টির প্রসিকিউটর উইলিয়াম রেনল্ডস, আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেমস সারকোস, কাউন্সিলম্যান কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কমিশনার পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হাবিব রেহমান, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমিউনিটি পদযাত্রা চলাকালে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের লোকজন তাদের নিজ নিজ ধর্মের মন্ত্র উচ্চারণ সহ ধর্মীয় সংগীত পরিবেশন করেন।
আটলান্টিক সিটি পুলিশ সদর দপ্তরের সামনে এসে কমিউনিটি পদযাত্রার সমাপ্তি ঘটে।সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে কমিউনিটি পদযাত্রায় অংশগ্রহনকারী কয়েকজন নেতৃস্হানীয় ব্যক্তি বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বিশ্ব জুড়ে ধর্মীয় সমপ্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
সমাবেশ চলাকালে সমাবেশে অংশগ্রহনকারীরা ঢোল, করতাল সহ বিভিন্ন বাজনা বাজিয়ে, শিঙা ফুঁকিয়ে সমাবেশস্থল মুখরিত করে রাখে।- সুব্রত চৌধুরী প্রেরিত