নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আইভী লীগসহ খুবই সিলেকটিভ বিশ্ববিদ্যালয়, কম্বাইন্ড মেডিকেল প্রোগ্রামে ভর্তির সুযোগ পাচ্ছে খানস টিউটোরিয়ালস এর ছাত্রছাত্রীরা

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ০১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ০১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
আইভী লীগসহ খুবই সিলেকটিভ বিশ্ববিদ্যালয়, কম্বাইন্ড মেডিকেল প্রোগ্রামে ভর্তির সুযোগ পাচ্ছে খানস টিউটোরিয়ালস এর ছাত্রছাত্রীরা

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভী লীগ বিশ্ববিদ্যালয়, কম্বাইন্ড মেডিকেল প্রোগ্রাম ও খুবই সিলেকটিভ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে কম্যুনিটির সবচেয়ে পুরনো খানস টিউটোরিয়ালস এর ছাত্রছাত্রীরা। এসব স্কুল ও কলেজসমসুহের মধ্যে রয়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়, কর্ণেল ইউনিভার্সিটি, বার্নাড কলেজ, প্রিন্সটন ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, বোষ্টন ইউনিভার্সিটি, েসণ্ট জনস ইউনিভার্সিটি, লং আইল্যান্ড ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ষ্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, ম্যাকঅরী অর্নাস কলেজ, ওয়েজলিন ইউনিভার্সিটি, ফোর্ডহাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পিটসবার্গ, ইত্যাদি।

খানস টিউটোরিয়ালস এর লক্ষ্যই হলো প্রতিটি বাবা-মায়ের সন্তানই যেন সাধ্যমত সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়ার সুযোগ পায় এবং সেই লক্ষ্যে তাঁদের প্রস্তুত করে তোলা। বিশেষ করে ভর্তির আগে প্রাপ্য সকল বৃত্তিলাভ সহজ করায় প্রয়োজনীয় আগাম কোর্স, এপি কোর্স ও এসএটিসহ সকল পরীক্ষার জন্যই নিবেদিত খানস টিউটোরিয়ালস এর অভিজ্ঞ প্রশিক্ষকরা জানালেন খানস টিউটোরিয়ালস এর প্রধান নির্বাহী ডা. ইভান খান।

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন