নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আইএসের দুই শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
আইএসের দুই শীর্ষ নেতা নিহত

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলে এ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী।

এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম সিএনএন জানায়, হামলায় নিহত দুই আইএস নেতা হলেন, আবু আলা ও আবু মুআদ আল-কাহতানি। আবু আলা আইএসের শীর্ষ পাঁচ নেতার একজন। তিনি সিরিয়ায় আইএসের উপপ্রধান। অন্যদিকে আবু মুআদ আল-কাহতানি আইএসের কারাবিষয়ক কর্মকর্তা।

পরিচয়/সোহেল

শেয়ার করুন