নিউইয়র্ক     মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রিয়ায় তুষারধসের নিচে চাপা পড়লেন ১০ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২ | ০২:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ১২:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
অস্ট্রিয়ায় তুষারধসের নিচে চাপা পড়লেন ১০ জন

ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটি স্কাই রিসোর্টে তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন মানুষ তুষারের নিচে চাপা পড়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর ৩টার সময় লেক-জুর্স নামক একটি রিসোর্টে এ তুষারধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

আরোও পড়ুন।কৌশলগত বিতর্কে মস্কো-ওয়াশিংটন

জানা গেছে, নিচে চাপা পড়া ১০ জনের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে। অস্ট্রিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে অংশ নিয়েছেন অন্তত ১০০ জন উদ্ধারকারী, কয়েকটি হেলিকপ্টার এবং উদ্ধারকারী কুকুর। বড়দিনের আগে অস্ট্রিয়ায় তুষারধসের বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছিল।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধারকারীরা হেডলাইট দেওয়ার আবেদন জানিয়েছেন। যেন রাতেও উদ্ধারকাজ চলমান থাকে। এক বিবৃতিতে লেক-জুর্স মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়াদের সকলকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অস্ট্রিয়ায় প্রায়ই তুষারধসের ঘটনা ঘটে। এ কারণে শীতে সাধারণ মানুষকে সাবধানে চলাচল করার জন্য সতর্কতা দেওয়া হয়।

শেয়ার করুন