নিউইয়র্ক     রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অনাহূত অতিথি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২ | ০৩:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ | ০৩:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
অনাহূত অতিথি

ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওতে ইঁদুরের সাহসিকতা দেখে মানুষ হতবাক। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে একটি অ্যাকাউন্টের মাধ্যমে একটি মিটিংয়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে দেখা যায় যে, উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বক্তৃতারত অবস্থায় অনুষ্ঠানের প্রধান বক্তার সামনে রাখা কেকে একটি ইঁদুর বসে আয়েশে খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওটি ভারতের কোনো এলাকার বলে মনে করা হচ্ছে এবং তা কখন তোলা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না ভিডিও দেখে।

ইন্টারনেট ব্যবহারকারীরাও ভিডিওতে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, এটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। সূত্র : জং অনলাইন।

শেয়ার করুন