বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ সুড়িকান্দি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরদিন গত বুধবার (৯ অক্টোবর) বাদ জোহর তার নিজ গ্রাম সুড়িকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর নামাজে জানাজা সম্পন্ন হয়। বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে জড়ো হন।
বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিনের প্রতি গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জনাব শফিক উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী মিজানুর রহমান মিজানের পিতা। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন আহমদ একাধারে দেশপ্রেমিক নাগরিক ও নিবেদিত সমাজসেবক ছিলেন। দীর্ঘদিন সামাজিক প্রতিষ্ঠানের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা, পরিচালনা এবং সর্বোপরি সামগ্রিক উন্নয়নে রেখেছেন ভূমিকা। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ছিল তার নিবিড় যোগাযোগ।
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সেখানে দীর্ঘদিন থাকতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। তাই দেশের টানে বার বার ফিরে আসতেন। জীবনের পড়ন্ত বেলায়ও মাতৃভূমিতে প্রত্যাবর্তন করে দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিউ ইয়র্কে বসে বাবার মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথেই মিজানুর রহমান মিজান সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন এবং বাবার জানাজা ও দাফনে অংশগ্রহণ করেন। মিজানুর রহমান মিজান তাঁর প্রয়াত বাবার আত্মার মাগফেরাত এর জন্য সকলের দোয়া চেয়েছেন।