নিউইয়র্ক     শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০০ মিলিয়ন ডলারের তহবিল বন্ধ করল ট্রাম্প প্রশাসন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ | ০৪:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ | ০৪:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০০ মিলিয়ন ডলারের তহবিল বন্ধ করল ট্রাম্প প্রশাসন

নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গত বছর ফিলিস্তিনিদের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা। সে কারণে বিশ্ববিদ্যলয়ের জন্য বরাদ্দকৃত প্রায় ৪০০ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইহুদি শিক্ষার্থীদের ক্রমাগত হয়রানির মুখে নিষ্ক্রিয়তার’ কারণে তহবিল কমানো হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে গত বছর প্রতিবাদমুখর হয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ফিলিস্তিনের সমর্থনে হওয়া আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়টি।

গত দেড় বছর ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী ছাত্রদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে দাবি জানাচ্ছে যে, তারা যেন ইসরায়েলি সামরিক দখলদারিত্বকে সমর্থন করে এমন কোম্পানিগুলোতে বিনিয়োগ বন্ধ করে।

কিন্তু ট্রাম্প প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের অনেক রাজনৈতিক মহল এসব বিক্ষোভকে বিরোধিতার পরিবর্তে ‘বিতর্কিত’ বলে আখ্যায়িত করেছে, এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

 

শেয়ার করুন