আগামী ৭ ও ৮ ডিসেম্বর নিউইয়র্কের জ্যামাইকার হিল সাইড এভিনিউতে মঞ্চ নাটকের উপর ওয়ার্কশপ হতে চলেছে। এর আগে এই শহরে নাটকের উপরে এমন ওয়ার্কশপ আর হয়নি। এই ওয়ার্কশপের আয়োজক নতুন নাট্য দল ‘থিয়েটার সেভেন্টি ওয়ান। আর এই কর্মশালা পরিকল্পক হলেন অভিনেতা ও উপস্থাপক খাইরুল ইসলাম পাখি।
এই নাট্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন অনেক চেনা মুখ, যাদের বসবাস এখন এই শহরেই। আছেন তৌকির আহমেদ, লুৎফুন নাহার লতা, শিরিন বকুল, বন্যা মির্জা প্রমূখ।
এছাড়াও এই ওয়ার্কশপে বিশেষ একটি সেশন নেবেন এওয়ার্ড উইনিং প্লেরাইট ও অভিনেত্রী এলাইনা ফ্রিম্যান। এই কর্মশালাকে ঘিরে ইতোমধ্যেই এই শহরে নাট্যমোদী এবং থিয়েটার কর্মীদের মাঝে এক ভিন্ন আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই এরই মাঝে রেজিস্ট্রেশন করেছেন এই কর্মশালায় যোগ দিতে। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেল দু’দিনই সকাল দশটায় শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত টানা চলবে এই কর্মশালা। বাঙালি কমিউনিটিতে যারা শিল্প-সংস্কৃতি, নাটক ভালোবাসেন তাদের অনেকেরই অভিমত, এই ধরনের একটি কর্মশালা নিউইয়র্কে মঞ্চ নাটকের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই কর্মশালার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ‘কুইন্স এডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক‘এবং ‘সাপ্তাহিক নবযুগ’। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে