গত ৩ নভেম্বর দুপুর ২টায় বিপুল সংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থিতিতে সদ্যসমাপ্ত ‘চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইন্ক্’ এর নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দের একাংশের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ভবনের অভ্যন্তরে স্থান সংকুলান না হওয়ায় সকলের অনুরোধে ভবনের সামনে এই শপথ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ করান প্রধান নির্বাচন কমিশনের ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ। তাঁর সাথে উপস্থিত ছিলেন বাকি ৪জন নির্বাচন কমিশনের যথাক্রমে সর্বজনাব মোহাম্মদ সেলিম হারুন, শাহাবুদ্দিন সাগর,মোহাম্মদ রুহুল আমিন হোসেন এবং ইঞ্জিনিয়ার হান্নান চৌধুরী। শপথের প‚র্বে সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচন কমিশনের সদস্যরা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এর পরপরই উপস্থিত বিজয়ী নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক শপথ পাঠ করান আগামী দুই বছর মেয়াদের জন্য। সমবেত চট্টগ্রামবাসী তুমুল করতালির মাধ্যমে বিজয়ী কর্মকর্তাদের শুভেচ্ছা এবং স্বাগত জানান। ভার্চুয়ালি শপথ নেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবু তাহের। শপথ নেয়ার পরপরই সমবেত জনতার সাথে ভিডিও কলে কুশল বিনিময় করেন আবু তাহের।
তবে মাকসুদ-সিরাজী প্যানেলের পক্ষ থেকে নির্বাচিত বিজয়ীরা শপথ গ্রহণ করেন নি, যদিও এ সময় চট্টগ্রাম সমিতির ভবনের ভেতরে অবস্থান করতে দেখা গেছে সভাপতি পদপ্রার্থী মাকসুদ চৌধুরী ও মাকসুদ-সিরাজী প্যানেলের আরো কেয়কজন সদস্যকে।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক দুইবারের সভাপতি মোহাম্মদ হানিফ , সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক সাধারণ সম্পাদক হাজী মুনির আহমেদ, এনাম চৌধুরী , সাবেক সহসভাপতি তারিকুল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম , সিপিএ শ্রাবনী , সাবেক প্রধান নির্বাচন কমিশনের আবু তালেব চৌধুরী চান্দু , মিজানুর রহমান জাহাঙ্গীর , মেজবাহউদ্দিন আহমেদ, মতিউর চৌধুরী , আশ্রাব আলী লিটন , জামাল আহমেদ , মোহাম্মদ ফোরকান , শাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ শওকত, এডভোকেট আব্দুল হামিদ, জনাব মামুন ( নিউ জার্সি), আবুল কালাম ( কানেক্টিকাট), নাজিম উদ্দিন (কানেক্টিকাট)সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুজিবুর রহমান,শওকত হোসেন, সাবেক কার্যকরী সদস্য হাসান , সাতকানিয়া কেরানিহাট শহর কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ ,সেলিম উদ্দীন,মিরসরাই সমিতির সভাপতি মেসবাহ উদ্দীন, কাউসার চৌধুরী, সীতাকুন্ডু সমিতির সভাপতি ফারুক আহমদ, নওশাদ হোসেন,মোহাম্মদ নুর, মোহাম্মদ আলী, মোহাম্মদ মিয়া, সাহাবউদ্দিন, ফরিদ আহমদ, সালাউদ্দিন, জাবেদ হোসেন,তকির আহমেদ,মোহাম্মদ সেলিম।
শপথ অনুষ্ঠান শেষে উপস্থিত সকল বিজয়ী নেতৃবৃন্দকে বিপুলভাবে মাল্যভুষিত করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ‘তাহের-আরিফ’ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মিঠু।