নিউইয়র্ক     বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১৩ অক্টোবর নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ০৪:০৭ অপরাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ০৪:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
১৩ অক্টোবর নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১৩ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে সিটির কুইন্স বুলেভার্ডের ‘আগ্রা প্যালেস পার্টি হলে’। এ উপলক্ষে ৮ অক্টোবর জ্যাকসন হাইটসের স্থানীয় একটি মিলনায়তনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী বাস্তবায়নে ব্যাপক আলোচনা হয়।

আলোচনায় অংশগ্রহন করেন বাস্তবায়ক কমিটির আহবায়ক ডা: ওয়াজেদ এ খান, সাবেক সভাপতি আবু তাহের, ক্লাবের সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, অফিস সম্পাদক মাহাথীর ফারুকী।

অনুষ্ঠান কর্মসূচীতে সংক্ষিপ্ত আলোচনা ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দঘন এ অনুষ্ঠানে সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সদস্যদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন