নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হানিমুনে গিয়ে ভয়ংকর ঘূর্ণিঝড়ের কবলে নবদম্পতি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ০১:১৫ অপরাহ্ণ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ | ০১:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
হানিমুনে গিয়ে ভয়ংকর ঘূর্ণিঝড়ের কবলে নবদম্পতি

সদ্য বিয়ে করেছেন ব্রিটিশ নবদম্পতি। হানিমুনের জন্য বেছে নিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যকে। তবে বিয়ের ব্যস্ততায় অন্য কিছুর খোঁজ নিতে পারেননি তারা। এমনকি এই সময়ে যে ফ্লোরিডায় ভয়ংকর ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে সেটাও তাদের অজানাই ছিল। তাই তো সেখানে গিয়ে একটি নয়, দুটি প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের কবলে পড়েছেন এই দম্পতি। প্রথমে হারিকেন হেলেন, এখন চলছে মিল্টনের তাণ্ডব।

হানিমুনে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ার অভিজ্ঞতা বিবিসির সঙ্গে শেয়ার করেছেন নববধূ জেনি ফ্লিন। হারিকেন মিল্টন সম্পর্কে জানান, এটি তার হানিমুনের সময় ফ্লোরিডায় দ্বিতীয় ঘূর্ণিঝড়।

তিনি বলেন, আমাদের হারিকেন হেলেনের সময় ক্লিয়ারওয়াটার থেকে সরিয়ে নেয়া হয়েছিল। এখন আমরা দ্বিতীয় ঘূর্ণিঝড়ের মুখোমুখি হচ্ছি।

জেনি ও তার স্বামী সাফোক থেকে গত ২৩ সেপ্টেম্বর ফ্লোরিডায় যান। তবে সেখানে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যেই হারিকেন হেলেনের কারণে তাদের সরে যাওয়ার পরিকল্পনা শুরু করতে হয়।

তিনি বলেন, আমরা বিয়ের প্রস্তুতিতে এতটাই ব্যস্ত ছিলাম যে ফ্লোরিডার আবহাওয়া লক্ষ্য করার সুযোগ পাইনি। আমি প্রতিবন্ধী। এই কারেণ আমাদের দ্রুত সরিয়ে নেয়া আরও কঠিন। যদি আবহাওয়ার অবস্থা খুব খারাপ হয়, তাহলে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে চলাফেরা করা আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি হয়তো আটকে পড়তে পারি।

এদিকে জেনির দেশে ফেরার ফ্লাইটও বাতিল হয়ে গেছে। জানান, ভ্রমণ বিমা থাকা সত্ত্বেও তাদের হোটেলে অতিরিক্ত রাত্রিযাপনের খরচ মেটাতে অনেক টাকা অগ্রিম দিতে হয়েছে। তাদের রুম লকডাউন রাখা হতে পারেও বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার (০৯ অক্টোবর) ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে হারিকেন মিল্টন। ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস ও প্রাণঘাতী জলোচ্ছ্বাসের সতর্কতার মধ্যেই ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকায় আঘাত হানে।

এর মাত্র সপ্তাহ দুয়েক আগে ভয়াবহ হারিকেন হেলেন দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার পর থেকে মার্কিন মূল ভূখণ্ডের সবচেয়ে প্রাণঘাতী ঝড় এটি। এতে অন্তত ২২৫ জন মানুষ নিহত হন। শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। শুধু ফ্লোরিডায় অন্তত ১৪ জন মারা গেছেন।

শেয়ার করুন