নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে আঘাত হানবে ‘মিল্টন’, বাড়িতে থাকতেও ভয় পাচ্ছেন বাসিন্দারা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪ | ০১:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ | ১২:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
মধ্যরাতে আঘাত হানবে ‘মিল্টন’, বাড়িতে থাকতেও ভয় পাচ্ছেন বাসিন্দারা

মহাশক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টনের উপকুলের আরও কাছাকাছি চলে এসেছে। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ফ্লোরিডার দক্ষিণ সারাসোটাতে স্থানীয় মধ্যরাতে স্থলভাগে আঁচড়ে পড়তে পারে এটি।

এদিকে মিল্টনের প্রভাবে ফ্লোরিডায় ভারী বৃষ্টি এবং বাতাস বইতে শুরু করেছে। বিবিসি বলছে, হ্যারিকেন মিল্টন থেকে পালিয়ে আসা লোকজন বলছে ‘বাড়িতে থাকা খুবই ঝুঁকিপূর্ণ’।

এদিকে হারিকেন মিল্টনকে ক্যাটাগরি-৫ থেকে নামিয়ে ক্যাটাগরি-৪ ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, বুধবার সকালে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি ৪-এ পৌঁছেছে। এনএইচসি বলেছে মিল্টন ক্যাটাগরি-৪ এ নেমে এলেও এটি “অত্যন্ত বিপজ্জনক প্রধান হারিকেন” হিসেবে এখনও রয়ে গেছে। হ্যারিকেনটির বর্তমানে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৫৫ মাইল (২৪৯ কিলোমিটার)।

অন্যদিকে মিল্টনের আঘাতের আগেই একটি ‘বিপজ্জনক’ টর্নেডো দক্ষিণ ফ্লোরিডায় হাইওয়ে অতিক্রম করেছে। অফিসিয়াল ন্যাশনাল ওয়েদার সার্ভিস মিয়ামি অ্যাকাউন্ট সম্প্রতি ইন্টারস্টেট ৭৫ জুড়ে একটি টর্নেডোর ছবি শেয়ার করেছে। পৃথক এক পোস্টে দক্ষিণ-পূর্ব হেন্ড্রি কাউন্টির জনগণকে “চলমান বিপজ্জনক টর্নেডো” থেকে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যে দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে ঘরে ও নিরাপদ অবস্থানে চলে যাচ্ছেন। প্রসঙ্গত, সম্প্রতি আঘাত হানা হেলেনের পরে এখনও এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। নতুন করে মিল্টনের আঘাতের পর জনদুর্ভোগ আরও বেড়ে যাবে বলও আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন