ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কাপল খুলছে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের। আগামী এপ্রিলে ঘুষম্যিডেগ্রহণের অভিযোগে মেয়র এডামসের বিরুদ্ধে যে মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে, সেই মামলা নাকচ হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। উক্ত মামলার ব্যাপারের মেয়র এডামসের প্রতি সহানুভুতিশীল প্রেসিডেন্ট এডামস যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের মাধ্যমে মামলার দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটরকে সেই মামলা প্রত্যাহারের নির্দেশ দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ নিউ ইয়র্ক এর সুপারমার্কেট চেইন এর প্রধান কাষ্টামাডিটিস। মেয়র এডামস এর বিরুদ্ধে যখন ফেডারেল মামলাটি দায়ের করা হয় তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তাঁর বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা দায়ের করে হেনস্থা করার পথ বেছে নিয়েছে বাইডেন প্রশাসন, ঠিক সেভাবেই মেয়র এডামস এর বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। প্রেসাডেন্ট ট্রাম্পের ঐ মন্তব্য্ের পর থেকে উভয়ের মধ্যে যোগাযোগ শুরু হয়। গত ২৭ অক্টোবর নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ নির্বাচনী সভায় নিরাপত্তার দায়িত্ব স্বয়ং তদারক করেন মেয়র এডামস । এজন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে ধন্যবাদও জানান। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হবার পরদিনই মেয়র এডামস ফোন করে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানান। অথচ গত এক বছরে প্রেসিডেন্ট বাইডেনের সাথে যুক্তরাষ্ট্রের নবচেয়ে বড় নগরী নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের সাথে একবারও ফোনে যোগাযোগ হয়নি। এমনকি শিকাগোত ডেমােক্রাটিক কনভেনশনে হাজির থাকলেও নিউ ইয়র্ক সিটি মেয়র হেসেবেও মেয়র এডামসকে উল্লেখেযাগ্য কোন ভুমিকায় দেখা যায়নি। পদত্যাগের মেয়র এডামস াবশ্য ইতোমধ্যে আগামী বছর পুননির্বাচনে অংশ গ্রহণের ঘোষণাও দিয়েছেন।