নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আড়াই কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টি করবেন কমলা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ০১:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ০১:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
আড়াই কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টি করবেন কমলা

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস নিজের প্রথম মেয়াদে আড়াই কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের পোর্টসমাউথ শহরে একটি জনসভায় তাঁর এ ঘোষণা দেওয়ার কথা।

কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেন, ‘যাঁরা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্য তিনি (কমলা) করছাড় ১০ গুণ বাড়ানোর একটি নাটকীয় প্রস্তাব উপস্থাপন করবেন। পাশাপাশি নিজের প্রথম মেয়াদে আড়াই কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছেন।’

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর থেকে সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কমলা হ্যারিস। প্রচারণার শুরু থেকেই কমলা ‘সুযোগ অর্থনীতি বা অপরচুনিটি ইকোনমি’র কথা বলে আসছেন। কিন্তু এর দ্বারা আসলে কী বোঝাচ্ছেন, তা ব্যাখ্যা না করায় তাঁর সমালোচনা হচ্ছিল। এবার সেটা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য ঘোষণার মধ্যে, কমলা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর কর্তন ৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করার ঘোষণা দেবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রশাসনিক জটিলতাও কমিয়ে আনবেন। সূত্র: প্রথম আলো।

শেয়ার করুন